মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬, ০৪:৪৫:৩৯

পাক শিল্পীদের বয়কট প্রসঙ্গে যা বললেন মুকেশ আম্বানি

পাক শিল্পীদের বয়কট প্রসঙ্গে যা বললেন মুকেশ আম্বানি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে পাকিস্তানি তারকাদের বয়কট প্রসঙ্গে এবার নিজের বক্তব্য জানালেন রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান ও ভারতের সেরা ধণী ব্যক্তি মুকেশ আম্বানি। বললেন, আগে দেশ। পরে শিল্পীরা।

মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বানি। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, এদেশে পাক শিল্পীদের কাজ করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি নিয়ে তার কী মত। তারই উত্তরে আম্বানি বলেন, আমার কাছে একটা বিষয় পরিস্কার। আমার কাছে সবসময়ই আগে আমার দেশ। আমি বুদ্ধিজীবী নই, তাই এত কিছু আমি বুঝিও না। নিঃসন্দেহে সমস্ত ভারতীয়র মতোই আমার কাছে দেশই আগে। শিল্প, সংস্কৃতি এগুলি পরে।

তাকে আরও জিজ্ঞাসা করা হয়, তিনি রাজনীতিতে যোগ দিতে চান কি না। উত্তরে আম্বানি বলেন. আমি রাজনীতির লোক নই।

প্রসঙ্গত, উরি হামলার পরই ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত থেকে তিক্ততর হয়ে উঠেছে। পাক শিল্পীদের এদেশ ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। শুধু তাই নয়, কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং শাহরুখ খান অভিনীত ‘রঈস’-এ পাক শিল্পী ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনয় করায় তা মুক্তি পেতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছেন তারা।

বলিউডে পাকিস্তানি শিল্পীদের বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান মোশন পিকচারস্ প্রডিউসার্স অ্যাসোসিয়েশন(আইএমপিএএ)। মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক এবং গুজরাতে পাক শিল্পী অভিনীত কোনও ছবি মুক্তি পেতে দেওয়া হবে না বলে জানিয়েছে সিনেমা হলের মালিক এবং এক্সিবিটরস্ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। ভারতেরও বিভিন্ন শিল্পীরা এই সময় পাক শিল্পীদের সঙ্গে সিনেমা করতে নারাজ। যদিও পাকিস্তানি শিল্পীদের পাশেও দাঁড়িয়েছে বলিউডের একটা অংশ।
১৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে