মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬, ০৫:১৮:৩০

যে কারণে ভাড়াটে গুন্ডা দিয়ে স্বামীকে খুন করালো স্ত্রী

যে কারণে ভাড়াটে গুন্ডা দিয়ে স্বামীকে খুন করালো স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ৮০ হাজার রুপির সুপারি দিয়ে স্বামীকে খুন করালো স্ত্রী। কারণ,  পরকীয়া সম্পর্কে বাধা হচ্ছিলেন স্বামী। তাই বাঁকুড়ার বারিকুলের এই ঘটনা ঘটে। ঘটনায় ওই নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ওই নারী বিবাহবহির্ভূত সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। সম্প্রতি স্বামী তা জানতে পারেন। স্ত্রীর ব্যবস্থা নেয়ারও হুমকি দেন। কয়েকদিন আগে এক ব্যক্তির রক্তাক্ত দেহ পাওয়া গিয়েছিল একটি জঙ্গলে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, তাঁর স্ত্রী-ই ৮০ হাজার রুপির সুপারিতে ভাড়াটে গুন্ডা দিয়ে স্বামীকে খুন করায়।

১৮ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে