আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সর্ব বৃহৎ সেনাবাহিনীর অধিকারী হল চীন। সর্ব মোট তেইশ লক্ষ অত্যন্ত দক্ষ সেনার এই চীনা গণমুক্তি ফৌজকে সমীহ করে চলে না এমন দেশ পৃথিবীতে নেই। কিন্তু, সাম্প্রতি চীনা প্রেসিডেন্ট সি জিনপিং-এর একটি সিদ্ধান্তে প্রবল আলোড়ন তৈরি হয় চীনের মধ্যে ও আন্তর্জাতীক মহলে। জিনপিং ঘোষণা করেন যে চীন মোট তিন লক্ষ সেনা ছাঁটাই করবে।
চীনের বর্তমান সেনা সংখ্যার ১৩ শতাংশ হ্রাস করার এই সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন। আন্তর্জাতীক মহল থেকে জানা যাচ্ছে, সেনা হ্রাসের মূল কারণ মূলত অর্থনৈতিক। বর্তমানে চীনের অর্থনীতির অবস্থা মোটেই ভাল নয়। অর্থনৈতিক বৃদ্ধির হার কমায় চীনে সামগ্রিকভাবে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর তাই ২৩ লক্ষ সেনার এই বিপুল সেনাবাহিনীর ব্যায়ভার বহন করা আর চীনের পক্ষে সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, প্রতিরক্ষা বাজেটে ব্যায় বরাদ্দের ক্ষেত্রে চীনের স্থান পৃথিবীতে দ্ধিতীয় হলেও (আমেরিকার ঠিক পরেই) বর্তমানে যেহেতু চিনা অর্থনীতি টালমাটাল তাই চীনের পক্ষে সামরিক বাহিনীর খরচ খরচা সামলান ঝুঁকির হয়ে যাচ্ছে। চীনা প্রসিডেন্টের এই ছাঁটাইয়ের সিদ্ধান্তে মনবলে চিড় ধরেছে সেদেশের সেনার। তবে, যে সব সেনাকে ছাঁটাই করা হবে, তাদের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা করবে গণপ্রজাতন্ত্রী চীন।
১৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি