মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬, ০৬:২৮:১৩

ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত মমতা ব্যানার্জীর ভাইপো

ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত মমতা ব্যানার্জীর ভাইপো

আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গুরে গুরুতর জখম হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফিরছিলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক।

দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে আসার সময়ে একটি লরিকে ওভারটেক করতে গিয়ে গাড়ি উল্টে যায় বলে খবর। এর পরে অভিষেক গুরুতরভাবে আহত হন বলে জানা গিয়েছে। মূল আঘাত লেগেছে মাথায়। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতো অভিষেকের গাড়িটি একাধিকবার পাল্টি খায়। উল্টো দিক থেকে আসা একটি লরি অভিষেকের গাড়িতে ধাক্কা মারে বলেও খবর পাওয়া গিয়েছে।

স্থানীয় তৃণমূল নেতৃত্ব দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হন। তারাই উদ্যোগ নিয়ে আহত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করেন। তাকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয়েছে।

১৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে