মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬, ০৯:০৫:০৯

‘পাকিস্তানের রাস্তা-ঘাট তৈরি হয়েছে বাঙালিদের সম্পদ লুণ্ঠন করে’

‘পাকিস্তানের রাস্তা-ঘাট তৈরি হয়েছে বাঙালিদের সম্পদ লুণ্ঠন করে’

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদের রাস্তা-ঘাট তৈরি হয়েছে বাংলাদেশের চট্টগ্রামের পাটকলের আয়ের টাকায়। তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের বক্তব্যকেই সমর্থন করেন। শনিবার পাকিস্তানের  পাখতুনখাওয়া প্রদেশের হরিপুরের ঘাজিতে এক সমাবেশে দেশের ক্ষতির জন্য রাজনীতিবিদদের দুর্নীতিকে দায়ী করার কথা বলতে গিয়ে প্রদেশটির মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাক এই কথা বলেন। পাকিস্তান এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাক বলেন,  ‘শেখ মুজিবুর রহমান ঠিকই বলেছিলেন, পশ্চিম পাকিস্তানের রাজনীতিকেরা বাঙালিদের সম্পদ লুণ্ঠন করে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিলেন। বর্তমানে বাংলাদেশে দ্রুত উন্নতি হচ্ছে। কারণ দেশটিতে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এখন অল্প কিছু উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে একটি।’

এ বক্তব্য দেওয়ার পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার দাবি জানিয়েছেন কয়েকজন পাক রাজনীতিবিদ। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ক্ষমতাসীন দল হলো ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

পাখতুনখাওয়া প্রদেশের পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) এমপি আওরঙ্গজেব খান নালোথা বলেছেন, খাত্তাকের বক্তব্য পাকিস্তানের সংবিধানের লঙ্ঘন। তার বক্তব্যে প্রমাণিত হয়েছে তিনি পাকিস্তানকে সমর্থন করেন না। সাবেক এমপিএ এবং বর্তমানে জামায়াত-উলেমা-ই-ইসলাম এর নেতা মুখ্যমন্ত্রীর বক্তব্যে প্রমাণিত হয়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ভারতের তাবেদার।

১৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে