মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬, ১০:০২:২৮

পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে যে ক্ষতি হলো চীনের

পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে যে ক্ষতি হলো চীনের

আন্তর্জাতিক ডেস্ক : মেড ইন চায়না এবার, আউট। মেক ইন ইন্ডিয়া, ইন। দীপাবলীর আগে এই স্লোগানই উঠছে ভারতজুড়ে। কারণ, চীনের পাকিস্তান প্রীতি। ফেসবুক, টুইটার উপচে পড়ছে চীনা জিনিস বয়কটের ডাকে। ফলও মিলছে হাতে গরম। একটি সমীক্ষা অনুযায়ী, দীপাবলীর বাজারে চীনের জিনিসপত্র বিক্রির হার, একধাক্কায় এখনই নেমে গিয়েছে প্রায় ৩০ শতাংশ।  

বছরের এই সময়ে চীনা মালের বাজার ভারতে থাকে গরমাগরম। দীপাবলী মানেই এমন রঙবেরঙের লাইট....যার প্রায় সবটাই মেড ইন চায়না। ইলেকট্রনিক জিনিসপত্র, খেলনাপাতি থেকে পোশাক, কার্পেট, পর্দা, ঘর সাজানোর টুকিটাকি। সবেতেই থাবা চীনা জিনিসের। সস্তায় হরেক মাল। চলেও রমরমিয়ে। এবার কিন্তু পাল্টে গিয়েছে এ ছবি। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা CAIT-র দাবি, দীপাবলীর বাজারে চীনা জিনিসের বিক্রি এবার কমেছে প্রায় তিরিশ শতাংশ। শুধু বণিকসভাগুলিই নয়, পাবলিকও এবার চীনা মালের দিকে ঘেষতে নারাজ।

ফেসবুক, টুইটারে চলছে লাগাতার ক্যাম্পেন। স্লোগান উঠছে, চীনা মাল দূর হঠাও। হোয়াটস অ্যাপেও এধরনেরই মেসেজের ঝড়। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা... দ্রাবিড়, উত্‍কল, বঙ্গ... সবাই আজ এক। সুর এক। স্লোগান এক।...ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও। কারণ একটাই। বেজিংয়ের ইসলামাবাদ প্রীতি।এতেই ক্ষুব্ধ ভারত।

পর্দার পিছনে নয়, একেবারে খুল্লমখুল্লা পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন। গোয়ায় ব্রিকসের মঞ্চ থেকে সন্ত্রাস নিয়ে সুর চড়ালেও, সম্মেলন শেষ হতে না হতেই ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছে বেজিং। বন্ধু পাকিস্তানের হয়ে গলা চড়িয়েছে চীনের বিদেশমন্ত্রনালয়। (ভারত এবং পাকিস্তান সন্ত্রাসের শিকার। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রচুর উদ্যোগ নিয়েছে পাকিস্তান। আত্মত্যাগও করেছে। আন্তর্জাতিক মহলের সেকথা মনে রাখা উচিত।)

উরি হামলার পরও চীন এভাবে পাকিস্তানের পাশে দাঁড়ানোয়, ভারতে চড়ছে ক্ষোভের পারদ। কূটনৈতিক জবাব নয়, এবার আসরে একেবারে আম জনতা নিজেই।

পথ দেখাচ্ছে সোশ্যাল মিডিয়া। দেখাচ্ছে, এর ক্ষমতা কত। চীনা জিনিসের প্রতি এতদিনের প্রেম-প্রীতি এবার তাকে তুলে, শুরু হয়েছে চীনা জিনিস বয়কট। এই উদ্যোগে সামিল বহু ব্যবসায়ী সংগঠনও।  মোদির সুরে সুর মিলিয়ে এবার তাই ভারতবাসীর ভরসা, মেক ইন ইন্ডিয়া। জিনিউজ

১৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে