আন্তর্জাতিক ডেস্ক: ফের আমেরিকায় বিধ্বংসী দাবানল। এবার নেভাডার ওয়াশু উপত্যকায়। ভস্মীভূত অসংখ্য বাড়ি। প্রবল হাওয়ায় ছড়াচ্ছে আগুন।
রবিবার থেকে জ্বলছে উত্তর নেভাডার বিস্তীর্ণ বনাঞ্চল। প্রবল হাওয়ায় আগুন দ্রুত উত্তর দিকে ছড়াচ্ছে। ইতিমধ্যেই ওয়াশু উপত্যকায় আগুনের গ্রাসে নষ্ট হয়েছে তিন হাজার চারশ’ একর জমি। ভস্মীভূত কুড়িটিরও বেশি বাড়ি।
কারসন সিটিতে ক্ষতিগ্রস্ত বেশকয়েকটি জনপ্রিয় ব্রথেল। আগুনের উত্তাপে বাড়ছে এলাকার তাপমাত্রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বাসিন্দাদের বাইরে বেরতে নিষেধ করেছে স্থানীয় প্রশাসন।
দমকল কর্মকর্তা চার্লি মুরের কথায়, আগুন দ্রুত ছড়াচ্ছে। উত্তাপে গাছপালা সব ঝলসে যাচ্ছে। প্রাণহানীর আশঙ্কা না থাকলেও, বিষাক্ত ধোঁয়ায় শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকছেই। তাই বাসিন্দাদের আপাতত ঘরে থাকার পরামর্শ দেয়া হচ্ছে।
দু’দিনের হাল্কা বৃষ্টিতেও নেভেনি আগুন। আগুন নিয়ন্ত্রণে যুদ্ধকালীন তত্পরতায় কাজ করছেন সাড়ে চারশ’জন দমকল কর্মী। কীভাবে আগুন লাগল, তা এখনো স্পষ্ট নয়। মনে করা হচ্ছে কোথাও বনভোজন চলাকালীন জঙ্গলে আগুন ধরে যায়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের ব্রথেলের সিসিটিভি ফুটেজ।-জিনিউজ
১৯ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ