আন্তর্জাতিক ডেস্ক: পোস্ট অফিস থেকে আগেই গঙ্গাজল বিক্রি শুরু হয়েছিল। এবারে পোস্ট অফিস থেকে ডালও বিক্রি হবে। ভর্তুকিযুক্ত দামে গ্রাহকদের হাতে ডাল পৌঁছে দেওয়ার জন্য এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্রবার অত্যাবশ্যক পণ্যের জোগান এবং দামের পর্যালোচনা করার সময়ে কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে তৈরি প্যানেল এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ, রাজ্যগুলিতে কেন্দ্রীয় সরকারের নিজস্ব বিক্রয়কেন্দ্র নেই। হাতেগোনা কয়েকটি রাজ্য ছাড়া অধিকাংশ রাজ্যই কেন্দ্রের থেকে ডাল নিয়ে নিজস্ব বিক্রয়কেন্দ্র থেকে বিক্রি করার আগ্রহ দেখাচ্ছিল না।
এদিকে উৎসবের মরসুমে ডালের দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল। ফলে গোটা দেশে ছড়িয়ে থাকা ডাকঘরগুলিকে ব্যবহার করেই সাধারণ মানুষের কাছে সস্তায় ডাল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যেহেতু ছোলার ডালের দামই তুলনামূলকভাবে বেশি বৃদ্ধি পেয়েছে, তাই প্রথমে ডাকঘরগুলি থেকে ছোলার ডাল বিক্রি করা হবে।-এবেলা
১৯ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ
১৯ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/ফিরোজ/এফএ