বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬, ০৯:৩৬:০২

নিজের দলের নাম ঘোষণা করলেন মণিপুরের ‘আয়রন লেডি’

নিজের দলের নাম ঘোষণা করলেন মণিপুরের ‘আয়রন লেডি’

আন্তর্জাতিক ডেস্ক: দেড় দশক পর অনশন ভেঙেই জানিয়ে দিয়েছিলেন ভারতের মণিপুরের মুখ্যমন্ত্রী হতে চান। চান রাজ্যের রাজনৈতিক মঞ্চে ক্ষমতা হাতে নিয়ে আফস্পার বিরুদ্ধে লড়তে। সেই সিদ্ধান্তের পথেই পা বাড়ালেন ইরম চানু শর্মিলা। ঘোষণা করলেন নিজের দলের নাম৷ পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স অর্থাৎ গণ পুনরূত্থান ও বিচার জোট।

২০০০ সালের ২ নভেম্বর অনশন শুরু করেন শর্মিলা৷ মণিপুরে আর্মড ফোর্স স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট (AFSPA) প্রত্যাহারের দাবিতে দীর্ঘ ১৬ বছর ধরে অনশন চালিয়ে যান। আচমকা তাঁর অনশন ভাঙার খবরে শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে। আগস্ট মাসে অনশন ভাঙার সময় বিয়ে করবেন বলেও জানিয়েছিলেন শর্মিলা। সেই সঙ্গে চেয়েছিলেন নির্বাচনে লড়তে৷ সংসার এখনও পাতা হয়নি বটে কিন্তু নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মণিপুরের মানবাধিকার কর্মী।

২০১৭ সালের মণিপুর বিধানসভা নির্বাচনে লড়বে শর্মিলার দল। এদিন শর্মিলা বলেন, এই রাজনৈতিক পরিবর্তন মণিপুরকে এমন এক স্থানে পরিণত করবে যেখানে আফস্পার মতো আইন সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করবে না। -সংবাদ প্রতিদিন।
১৯ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে