আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের সংসদ সদস্য তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার খবর শুনে রাতেই তাঁর শারীরিক অবস্থার খবর নিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর দফতরের তরফে টুইটারে জানানো হয়েছে, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে মোদির। গাড়ি দুর্ঘটনায় আহত অভিষেকের শারীরিক অবস্থা কেমন, তা জানতে চান প্রধানমন্ত্রী। অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
প্রসঙ্গত, গতকাল মুর্শিদাবাদ থেকে ফেরার সময় সিঙ্গুরের কাছে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক। জখম অভিষেককে দ্রুত কলকাতায় নিয়ে আসা হয়। আপাতত বেসরকারি হাসপাতালে তিনি চিকিত্সাধীন। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। -এবিপি আনন্দ
১৯ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস