বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬, ১২:৩০:০৩

সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর

 আন্তর্জাতিক ডেস্ক : অপরাধ করে পাড় পেলেন না সৌদি আরবের প্রিন্স তুর্কি বিন সাউদ আল কবির। তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির আদালত। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

কীভাবে ও কোথায় এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। সাধারণত শিরশ্ছেদের মাধ্যমে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকে।

তিন বছর আগে রাজধানী রিয়াদের বাইরে তুহমামা শহরতলিতে বচসার একপর্যায়ে এক তরুণকে হত্যা করেছিলেন প্রিন্স তুর্কি বিন সউদ। এ ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় একটি সৌদি আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টও পরবর্তী সময়ে সে রায় বহাল রাখেন।

এর আগে নিহত তরুণের পরিবারকে রক্তপণ গ্রহণ করে প্রিন্সকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ওই পরিবার সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিরপরাধ মানুষের রক্ত যেই ঝরাক না কেন তাকে আইনের আওতায় সাজা পেতেই হবে।

প্রসঙ্গত, চলতি বছর এ নিয়ে দেশটিতে ১৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিশ্বের রাজপরিবারের সদস্যদের এ রকম চরম দণ্ড দেওয়ার নজির খুবই কম।
১৯ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে