আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পরে সন্ত্রাস দমনে তাদের মূল মাথাদের শেষ করার আর্জি জানালেন ভারতের যোগগুরু রামদেব৷ তিনি জানিয়েছেন, ‘দাউদ ইব্রাহিম, হাফিজ সাঈদ, মাসুদ আজহার এবং সালাউদ্দিনের মত সন্ত্রাসবাদীদের তাদের বাসায় ঢুকে হত্যা করা উচিত।
পাকিস্তানের পক্ষ থেকে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি মানতে না চাইলে চলতি মাসের প্রথম সপ্তাহে বাবা রামদেব মন্তব্য করেছিলেন, ‘পাকিস্তান মিথ্যাবাদী দেশ।’ রামদেব আরও জানিয়েছেন, সরকারের পরবর্তী পদক্ষেপ হাফিজ সাঈদ এবং দাউদ ইব্রাহিমকে টার্গেট করা। ভারতের উত্তরপ্রদেশে নির্বাচনের আগে সেখানে রাম মন্দির ইস্যুকে কেন্দ্র করে বর্তমানে রাজনৈতিক ময়দান উত্তপ্ত৷
রামদেব চীনের পণ্য সামগ্রী বয়কট করা জরুরি বলে মন্তব্য করেছেন। তাই গোটা দেশে চীনা সামগ্রী কেনায় নিষেধাজ্ঞা জারি করা উচিত বলেই তার দাবি৷ প্রসঙ্গত, স্কুল-কলেজেও চীনা সামগ্রী বয়কটের আহ্বান জানাতে চলেছে গুজরাট চেম্বার অফ কমার্স। সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়াগুলোতেও এ নিয়ে ব্যাপকভাবে প্রচার চালানো হচ্ছে। ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে চীন পাকিস্তানের পাশে দাঁড়ানোয় ভারতে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ অব্যাহত রয়েছে। কলকাতা ২৪/৭
১৯ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি