বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬, ০৫:৫৬:১৫

ভারতের এই এক মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে গোটা পাকিস্তান!

ভারতের এই এক মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে গোটা পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অস্ত্রভাণ্ডার এবার হবে আরও শক্তিশালী। মস্কো ও নয়াদিল্লির যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ৬০০ কিলোমিটারেরও বেশি রেঞ্জের নতুন প্রজন্মের ব্রাহমোস মিসাইল। যা একেবারে নিখুঁতভাবে টার্গেট করে শত্রুপক্ষের উপর আঘাত হানতে পারে। আর এই রেঞ্জ মোটামুটি গোটা পাকিস্তানই কভার করে ফেলতে পারবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

অর্থাৎ পাকিস্তানের মধ্যে যে কোনও জায়গায় আঘাত হানতে পারবে এই মিসাইল। চলতি বছরে ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম (MTCR)-এ যুক্ত হওয়ার ফলেই এই অস্ত্র তৈরিতে যৌথ উদ্যোগ নিয়েছে দুই দেশ। MTCR-এর গাইডলাইন অনুযায়ী, যে কোনও দুটো দেশ একসঙ্গে ৩০০ কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল তৈরি বা বিক্রি করতে পারে।

বর্তমানে ভারতের হাতে থাকা ব্রাহমোসের রেঞ্জ ৩০০ কিলোমিটার। এটা পাকিস্তানের কেন্দ্রে আঘাত করতে পারার জন্য যথেষ্ট নয়। ব্রাহমোসের থেকে বেশি রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল ভারতের হাতে রয়েছে। কিন্তু, ব্রাহমোস হল ক্রুজ মিসাইল, যা নিরাপত্তার ঘেরাটোপে থাকা টার্গেটেও আঘাত করতে পারে সহজেই। ব্রাহমোস হল অনেকটা চালকবিহীন ফাইটার জেটের মত, যা যে কোনও দিক থেকে শত্রুপক্ষের মিসাইল ডিফেন্স সিস্টেমে আঘাত হানতে পারে। পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকা গোপন জঙ্গি ঘাঁটিতেই হামলা করতে পারে।

গোয়ায় দ্বিপাক্ষিক বৈঠকের সময়েই এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও রাশিয়ার। এই চুক্তিতে কম রেঞ্জে মিসাইল তৈরির বিষয়টিও রয়েছে, যেসব মিসাইল সাবমেরিন বা এয়ারক্রাফট থেকে নিক্ষেপ করা হতে পারে। সেইসময় এ ব্রাহমোস তৈরির বিষয়টি প্রকাশ্যে আনা না হলেও দুই দেশের আধিকারিকরা পরে খবরটি নিশ্চিত করেছেন। এছাড়া রাশিয়া থেকে S-400 মিসাইল সিস্টেম কেনার চুক্তির কথা আগেই জানানো হয়েছে। কলকাতা ২৪/৭
১৯ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে