আন্তর্জাতিক ডেস্ক : তৃণমূল কংগ্রেস ও বিজেপি সংঘর্ষ, জখম বাবুল সুপ্রিয়৷ ঘটনায় উত্তপ্ত আসানসোল৷ ভারতের কেন্দ্রীয় মন্ত্রী তথা সংগীত শিল্পী বাবুল সুপ্রিয় সহ দুই বিজেপি নেতাকে মারধরের অভিযোগ৷ আসানসোলের বিএনআর মোড়ে বাবুল সুপ্রিয়র গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে৷ পুলিশের সামনেই তৃণমূল কর্মীদের তাণ্ডবে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়৷
এদিনের এই ঘটনার পর ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র মন্তব্য, ‘‘মলয় বাবুর ছেলেরা আমাকে ইট ছুঁড়েছে৷ আমি আহত হয়েছি৷ গোটা আসানসোল জুড়ে কসাইখানায় পরিণত হয়েছে৷ নোংরা রাজনীতি চলছে৷ তৃণমূল ভাবছে, আমাকে এখান থেকে মেরে বিদায় করবে৷ কিন্তু, আমি পালিয়ে যাওয়ার ছেলে নয়৷ প্রয়োজনে রুখে দাঁড়াবো৷’’ কলকাতা ২৪
১৯ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি