বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬, ০২:০৯:১৪

জাতিসংঘের নতুন মহাসচিবকে বারাক ওবামার অভিনন্দন

জাতিসংঘের নতুন মহাসচিবকে বারাক ওবামার অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্টনিও গুটেরেসকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। ওবামা টেকসই উন্নয়ন, অস্ত্র-বিস্তার রোধ, জলবায়ু পরিবর্তন, বলপূর্বক অভিবাসন, সংঘাত প্রতিরোধ, শান্তিরক্ষা ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন, মানবিক সহায়তাসহ ব্যাপক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে সহায়তা দেয়ার অঙ্গীকার প্রকাশ করেন।

হোয়াইট হাউসের এক সংবাদ বিবৃতিতে এইসব কথা জানানো হয়।

সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গুটেরেসকে জাতিসংঘ প্রধানের পদে নিয়োগের জন্য সর্বসম্মত সমর্থন দেওয়া হয়। জাতিসংঘের শরণার্থী-বিষয়ক কাজে এক দশক প্রধানের দায়িত্ব পালনকারী রাজনীতিবিদ গুটেরেস বিশ্বের কূটনীতিকদের প্রধান হিসেবে বান কি মুনের চেয়ে আরো কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেও প্রত্যাশা করা হচ্ছে।

জাতিসংঘের নতুন মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টনিও গুটেরেস। সর্বসম্মতিক্রমে গত বৃহস্পতিবার গুটেরেসকে পাঁচ বছরের জন্য জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। খবর বিবিসির।

খবরে বলা হয়, বর্তমান মহাসচিব বান কি মুনের দ্বিতীয় দফায় পাঁচ বছরের মেয়াদ শেষে হবে আগামী ১ জানুয়ারি। এরপরই সংস্থাটির নবম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন গুটেরেস। এর আগে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ১৩ জন প্রার্থীর মধ্য থেকে তাকে মনোনীত করে নিরাপত্তা পরিষদ।

১৯ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে