আন্তর্জাতিক ডেস্ক: বিখ্যাত গুপ্তচর সংস্থা কেজিবি-র মতো শক্তিশালী গুপ্তচর সংস্থা তৈরি করা হবে৷ পূর্বতন সোভিয়েত রাশিয়ার নয়নের মণি কেজিবি পুনর্গঠনের সংবাদে ছড়িয়েছে আলোড়ন৷ যদিও সংবাদটির সত্যতা নেই বলেই দাবি রুশ সরকারের৷
কেজিবি ধাঁচের গুপ্তচর সংস্থা তৈরির খবরটি নিয়ে চলছে চর্চা। যাতে উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের গুপ্তচর সংস্থা সিআইএ-র প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রায় চার দশক বিশ্ব কাঁপিয়েছিল রাশিয়ার কেজিবি৷ ১৯৫৪ সালে কেজিবি গঠন করা হয়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯১ সালে সেই সংস্থা ভেঙে দেয় রুশ সরকার৷
রুশ সংবাদপত্র ‘kommersant’ কেজিবি ধাঁচের নতুন গুপ্তচর সংস্থা তৈরির বিষয়ে সংবাদ প্রকাশ করে। তাদের দাবি, রুশ ফেডারেল নিরাপত্তা সংস্থা, ফেডারেল বডিগার্ড সার্ভিস ও বিদেশ বিষয়ক গোয়েন্দা সংস্থা এসভিআর-কে একত্রিত করা হবে৷ যা অধুনালুপ্ত কেজিবি-র মতো ভূমিকা পালন করতে চলেছে৷
রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ২০১৮ সালে৷ তার আগেই গুপ্তচর সংস্থা ঢেলে সাজাতে চান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ এরপরেই চাঞ্চল্য ছড়ায়৷ রুশ প্রশাসনের দাবি, পত্রিকাটি বিক্রি বাড়িয়ে তুলতে এ ধরণের ভুয়ো খবর প্রকাশ করেছে।-কলকাতা২৪
২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ