বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬, ০৩:৫৬:১৫

হিমালয়ের কোলে বিপর্যয় মোকাবিলায় যৌথ মহড়া করল ভারত-চিন

হিমালয়ের কোলে বিপর্যয় মোকাবিলায় যৌথ মহড়া করল ভারত-চিন

আন্তর্জাতিক ডেস্ক: পারমাণু সরবরাহকারী গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তি ও জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি চিহ্নিত করে কালো তালিকা ভুক্ত করা নিয়ে ভারত ও চিনের কূটনৈতিক টানাপোড়েন চরমে৷ এমন পরিস্থিতিতে বুধবার জম্মু-কাশ্মীরের লাদাখে বিপর্যয় মোকাবিলায় যৌথ মহড়া করল ভারতীয় ও চিনা সেনা জওয়ানরা।

জানা গিয়েছে, এক্ষেত্রে হিমালয়ের পাদদেশে একটি গ্রামকে কৃত্রিম ভাবে ভূমিকম্পে বিধ্বস্ত তৈরি করা হয়েছিল এবং সেখানেই যৌথ উদ্ধার কার্যের মহড়া চালায় দু’দেশের সেনারা।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি যৌথ সামরিক মহড়া করেছিল ভারত ও চিনের সেনারা। সূত্রের খবর, তখন চিনের মাটিতে হয়েছিল এই মহড়া, তবে এবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় ভূমিতেই হয়েছে মহড়া। ভারতীয় সেনার দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার আর এস রামান ও চিনা সেনার দায়িত্বে ছিলেন কর্নেল ফান জুন।

উভয়পক্ষ থেকেই দাবি করা হয়েছে, এই মহড়ার মাধ্যমে প্রাকৃতিক বিপর্যয়ের সময় উদ্ধারকার্য চালানোর ক্ষেত্রে সুবিধা হবে দু’দেশের সেনারই এবং কমানো যাবে ক্ষয়ক্ষতির পরিমাণও৷ প্রসঙ্গত, চলতি বছরের ১৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মহারাষ্ট্রের পুনেতে ‘হ্যান্ড ইন হ্যান্ড’ নামের একটি যৌথ সামরিক মহড়া করার কথা রয়েছে ভারত ও চিনা সেনার।-কলকাতা২৪

২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে