বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬, ১০:৪৮:৩২

ভারতীয় সেনাদের থেকে লুট করা অস্ত্র হাতে কাশ্মীরি বিদ্রোহীদের উল্লাস করা ভিডিও নিয়ে তোলপাড়

ভারতীয় সেনাদের থেকে লুট করা অস্ত্র হাতে কাশ্মীরি বিদ্রোহীদের উল্লাস করা ভিডিও নিয়ে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত কাশ্মীরে ভারতীয় বাহিনীর কাছ থেকে অস্ত্র লুটের ঘটনা ভারতীয় নিরাপত্তা বাহিনীর উদ্বেগ বাড়িয়েছে। এরমধ্যেই এমন একটি ভিডিও প্রকাশ্যে এল, যাতে অস্ত্র ছিনতাইকারীদের রাইফেল হাতে উল্লাস করতে দেখা যাচ্ছে। এনিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারতজুড়ে।

ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ওই জঙ্গিরা হিজবুল মুজাহিদিন, লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদের সদস্য। সার্জিক্যাল স্ট্রাইকের পর কাশ্মীরে নাশকতা চালানোর ছক কষতে এই তিন জঙ্গি সংগঠন হাত মিলিয়েছে বলে জানা গেছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে হাত মিলিয়েছে এই জঙ্গি সংগঠনগুলি।

এতে আরো বলা হয়, ভিডিওতে যে ১২ জনকে রাইফেল হাতে দেখা যাচ্ছে, তাদের মধ্যে নয়জনই নতুন মুখ। ভিডিওতে তাদের ইনসাস রাইফেল হাতে দেখা যাচ্ছে। সেগুলি পুলিশ কর্মীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া রাইফেল বলেই মনে করা হচ্ছে।

গত তিনমাসে একে-৪৭, ইনসাস, কারবাইন, এসএলআই, .৩০৩ রাইফেল সহ মোট ৬৭ টি আগ্নেয়াস্ত্র লুঠ ও ছিনতাই করেছে জঙ্গিরা।

উপত্যকার তরুণদের জঙ্গিদলে যোগ দিতে প্রলুব্ধ করতে এই ভিডিও তোলা হয়েছে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, নিহত জঙ্গি বুরহান ওয়ানি তরুণদের জঙ্গিকার্যকলাপে সামিল করতে সক্রিয়ভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করত।

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের এক পদস্থ পুলিশ অফিসার বলেছেন, এটা জঙ্গিদের একটা নয়া কৌশল। এর লক্ষ্য দুটি। প্রথমত, নতুন যারা যোগ দিয়েছে তাদের আনুগত্যের পরীক্ষা নেওয়া এবং দ্বিতীয়ত জনমানসে পুলিশ বাহিনীর মনোবল হারানোর একটা ছবি তুলে ধরা।

সম্প্রতি আর একটি ভিডিও-ও প্রকাশ্যে এসেছে। ওই ভিডিওতে নয়া হিজবুল কম্যান্ডার জাকির রশিদ ভাট ওরফে মুসাকে নিরাপত্তা বাহিনীর অস্ত্র ছিনতাই করে যুবকদের জঙ্গিদলে যোগ দেওয়ার জন্য উস্কানি দিতে দেখা গেছে।
২০ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে