বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬, ০১:৫১:৩৪

পায়রার পর আকাশপথে ঢুকছে পাকিস্তানি গুপ্তচর বাজপাখি

পায়রার পর আকাশপথে ঢুকছে পাকিস্তানি গুপ্তচর বাজপাখি

আন্তর্জাতিক ডেস্ক: নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন অব্যাহত৷ এরই মাঝে পাক সেনার প্রশিক্ষিত গুপ্তচর বাজপাখি ধরা পড়ল৷ বিএসএফ তাকে বনবিভাগের হাতে তুলে দিয়েছে৷ ভারত-পাকিস্তান সীমান্তের রাজস্থানের অনুপগড়ের ঘটনা৷ একটি বাজপাখি অনুপগড়ের সুরমা চেকপোস্টের কাছে উড়ে এসে বসে৷ টহলরত বিএসএফ জওয়ানরা বুঝতে পারেন পাকিস্তানের দিকে থেকে এসেছে বাজপাখি৷ ধরে ফেলা হয় সেটাকে৷ যদিও তার গায়ে ট্রান্সমিটার মেলেনি৷ বিএসএফের সন্দেহ ওড়ার সময় ডানার ধাক্কায় সেটি হয়তো খুলে গিয়েছে৷ এমন সন্দেহের কারণ বাজের ডানায় এক বিশেষ কাপড়ের ঠুকরে মিলেছে৷ যার সাহায্যে ট্রান্সমিটার কোনও পাখির ডানায় আটকে দেওয়া হয়৷ মনে করা হচ্ছে. এই বাজটি আরব রাজপরিবারে ছিল৷ কারণ সৌদি আরবের যুবরাজরা এই সময় রাজস্থান লাগোয়া পাকিস্তানের কয়েকটি অংশে শিকার খেলায় অংশ নিতে আসেন৷ সেরকমই কোনও এক প্রিন্সের পোষা বাজকে ভারতের বিরুদ্ধে খবর সংগ্রহে ব্যবহার করেছে পাকিস্তানি সেনা৷ আপাতত পাকিস্তানি উড়ন্ত গুপ্তচরকে বনবিভাগের হাতেই দেওয়া হয়েছে৷ পরে তার বিচার হবে৷

এ আগে সীমান্ত পার করে পায়রা উড়ে এসেছিল৷ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে পায়রার গায়ে সাঙ্কেতিক শব্দ নাশকতার ইঙ্গিত রয়েছে৷ সেরকমই নির্দেশ মেনে নাশকতা হয়েছে৷ বিশেষ করে জম্মু-কাশ্মীরের উরি সেনা ছাউনিতে জঙ্গি হামলার ঘটনা৷-কলকাতা২৪
২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে