শনিবার, ২২ অক্টোবর, ২০১৬, ০৪:৪৮:০৪

শীতের আগেই ভারতে বড় হামলার ছক পাকিস্তানের

শীতের আগেই ভারতে বড় হামলার ছক পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক : শীত পড়ে গেলে কাশ্মীরের দুর্গম এলাকা দিয়ে সীমান্তে অনুপ্রবেশ প্রায় অসম্ভব। তাই শীতের ঠিক আগেই উপত্যকায় যত বেশি সম্ভব জঙ্গি ঢুকিয়ে দিতে মরিয়া পাকিস্তান। উরি হামলা এবং সার্জিকাল স্ট্রাইকের পর সেই চেষ্টা বেড়েছে মারাত্মক হারে।

কাশ্মীরের লাইফ লাইন জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। এই রাস্তাই এর পর সোজা চলে গিয়েছে লাদাখে। একবার এই রাস্তা দখল করলেই ভূস্বর্গে পাকিস্তানের মোক্ষ লাভ সম্ভব। আর সেই চেষ্টাটাই বারবার চালিয়ে আসছে ইসলামাবাদ। আখনুর, উরি, কারগিল, পাম্পোর, রাজৌরি, পুঞ্চ, পাঠানকোট একে একে এই এলাকাগুলি দখল নেওয়ার ছক করছে পাকিস্তান। জিনিউজ

২২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে