শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০৪:২৩

এবার ১০,০০০ শরণার্থী নেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

এবার ১০,০০০ শরণার্থী নেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : সমালোচনার মুখে ১০,০০০ সিরীয় শরণার্থী নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ পর্যন্ত তারা মাত্র দেড় হাজার শরনার্থীকে আশ্রয় দিয়েছে।

হোয়াইট হাউস বলছে, আসছে অর্থবছরে যুক্তরাষ্ট্র যেন অধিক সংখ্যক শরণার্থী গ্রহণ করতে পারে, সেই কাজও ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র জস আর্নেস্ট জানাচ্ছেন, যুক্তরাষ্ট্র আগামী বছর অন্তত ১০,০০০ সিরীয় শরণার্থী নেবে এবং এ বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে কর্মকর্তাদের নিদের্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছর আগামী মাস থেকেই শুরু হবে। আর এ মাসেই সব ধরনের কাজ শুরু হয়ে গেছে বলে জানান হোয়াইট হাউস মুখপাত্র।

নতুন করে সিরীয় শরণার্থী নেওয়ার এ ঘোষণা আগের তুলনায় অনেক বেশি। সিরিয়ায় যুদ্ধ সংঘাত শুরু হবার পর থেকে মাত্র ১৫০০ সিরীয় শরণার্থীকে যুক্তরাষ্ট্রে স্থান দিয়েছে ওবামা প্রশাসন এবং এ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়ে দেশটির প্রশাসন।

তবে যেভাবে লাখ লাখ সিরীয় নাগরিক ইউরোপে অভিবাসনের প্রত্যাশায় রয়েছে, সে তুলনায় ১০,০০০ সংখ্যাটি অনেক কম।

সিরিয়ায় যুদ্ধ বিগ্রহের কারণে সেখানে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রায় ৪ বিলিয়ন ডলারের মতো মানব সহায়তা পাঠিয়েছে।

এদিকে, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, তার দেশ আট লাখ পর্যন্ত সিরীয় নাগরিক নিতে প্রস্তুত। এখন পর্যন্ত প্রায় সাড়ে চার লাখের মতো সিরিয়ানকে দেশটিক আশ্রয় দিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, তার দেশে প্রায় ২০ হাজারের মতো শরণার্থীকে আশ্রয় দেয়া সম্ভব।
১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে