আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সেনার মুকুটে নয়া পালক। বিশ্বের কঠিনতম সেনা মহড়ায় সোনার পদক জিতল ভারত। ভারতীয় সেনার গোর্খা রাইফেলের সেকেন্ড ব্যাটেলিয়ন এই সম্মান জিতেছে। কোন দেশের সেনা কত কঠিন অনুশীলনের মধ্যে দিয়ে যেতে পারে, তারই পরীক্ষা হয় এই পেট্রোলিং-এ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ব্রিটিশ আর্মি আয়োজিত ক্যামব্রিয়ান পেট্রোল একটি আন্তর্জাতিক সেনা মহড়া। গোটা বিশ্বের প্রায় সব দেশের সেনাবাহিনী এই বার্ষিক মহড়ায় অংশগ্রহণ করে। বলা যেতে পারে এই মহড়াই আধুনিক কালের সেনাবাহিনীর সবচেয়ে কঠিন পরীক্ষা। ওয়েলসে ক্যামব্রিয়ান পর্বতমালার মধ্যে সাপের মতো পেঁচানো রাস্তায় ৫৫ কিলোমিটার পথে এই পেট্রোলিং চলে।
৪৮ ঘণ্টার মধ্যে বেশ কিছু টাস্ক দেওয়া হয় সেনা জওয়ানদের। কোন বাহিনী সেই টাস্ক কতটা দক্ষতার সঙ্গে কম সময়ে সম্পূর্ণ করতে পারছে, তার ওপরেই নম্বর দেওয়া হয়। এই টাস্কের মধ্যে রয়েছে হেলিকপ্টার ড্রিল, মিডিয়া হ্যান্ডলিং, রেডিও কমিউনিকেশন, অস্ত্র চালনার মতো সবকিছু।
এটি কোনও প্রতিযোগিতা নয়। এই পরীক্ষায় অন্তত ৭৫% নম্বর পেলে সোনার পদক দেওয়া হয়। ৬৫-৭৪% নম্বর পেলে দেওয়া হয় রূপোর পদক। ৫৫-৬৪% নম্বর পাওয়া দেশ পায় ব্রোঞ্জ। ৫৫%-এর কম স্কোর করা দেশকে সার্টিফিকেট দেওয়া হয়। ভারতীয় সেনার এই পরীক্ষায় সোনা পাওয়ার খবর টুইট করে জানিয়েছে ব্রিটিশ সেনা। একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে ভারতীয় সেনার সংবর্ধনার ছবি তুলে ধরা হয়েছে।
২২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি