রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬, ০৩:০৮:২২

দুই হাজার ৭শ’ মোবাইল গায়েব করে অবশেষে পুলিশের জালে চোর

দুই হাজার ৭শ’ মোবাইল গায়েব করে অবশেষে পুলিশের জালে চোর

আন্তর্জাতিক ডেস্ক:  ‘চোর হইতে সাবধান!’ ভাবছেন তো কে চোর, কীসের সাবধানতা? কারণ, চোর থাকলে আপনি নিরাপদ নন। মানে, আপনার মোবাইল ফোনটি। মুহূর্তের মধ্যে গায়েব করে ধাঁ, বুঝতেও পারবেন না। একজন মোবাইল ফোন চোর। গত তিন বছরে তার নিজের স্বীকারোক্তি অনুযায়ী ফোন চুরির সংখ্যা ২,৭০০। তবে, চুরির সংখ্যাটা তিন হাজার + হওয়া অস্বাভাবিক কিছু নয়।

২৪ বছরের এই যুবকের বাসা এই বঙ্গে নয়, থাকে চেন্নাইয়ে। তিন বছর ধরে ফোন চুরি করে, অবশেষে গত বৃহস্পতিবার সে পুলিশের জালে ধরা পড়েছে। এই ফোন চোরের সঙ্গে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রবীণ ও হনুমন্ত নামে ওই দুই ব্যক্তির বাড়ি যথাক্রমে পালাবক্কম ও চিতলাপক্কমে। কানাথুরকে জেরা করেই এই দুইজনের সন্ধান পায় পুলিশ। পুলিশের দাবি, মোবাইল ফোন চুরির চক্রের সঙ্গে এরা ওতপ্রোতভাবে জড়িত। এদের কাছেই মোবাইল ফোনগুলো বিক্রি করেছে চেন্নাইয়ের যুবক। গ্রেপ্তারকৃতরা জেল হেফাজতে রয়েছে। খোয়া যাওয়া ফোনের কয়েকটি পুলিশ উদ্ধার করতেও সক্ষম হয়েছে।-এই সময়

২৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে