আন্তর্জাতিক ডেস্ক: বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ। কেঁপে উঠল এলাকা। যদিও ঘটনায় কেউ হতাহত হননি। কিন্তু বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। বর্ধমানের কালনার সাসপুর এলাকার ঘটনা এটি।
পূর্ব সাতগেছিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা সরলা হালদারের ছেলের জন্মদিনের অনুষ্ঠান ছিল শুক্রবার। বাড়ির সামনে প্যাকেটে মুল্যবান উপহার রাখা আছে বলে একটি নম্বর থেকে বার বার ফোন আসে। প্রথমে বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়নি। এদিন আবার একই নম্বর থেকেই ফোন আসে। রাণাঘাট থেকে ফোন করছে বলে জানায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
এমনকী প্যাকেটটি ঘরে রাখলে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানায় সেই ব্যক্তি। প্যাকেটটি দেখে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডেও। প্যাকেটে বিস্ফোরক আছে নিশ্চিত করে তারা। বিস্ফোরক ভর্তি প্যাকেটটি নিষ্ক্রিয় করতে গেলে বিস্ফোরণ ঘটে।-এবেলা
২৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ