সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ০৯:৩৩:৪৯

পাকিস্তানের সাথে ক্রিকেট বন্ধ করতেই ভারতের যুদ্ধ!

পাকিস্তানের সাথে ক্রিকেট বন্ধ করতেই ভারতের যুদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরুদ্ধে সিরিজ নিয়ে আবার আইসিসি‌র দ্বারস্থ হলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির সাবেক চেয়ারম্যান এবং বর্তমান এগজিকিউটিভ কমিটির চেয়ারম্যান নাজম শেঠি বলেছেন, যখনই তারা ভারতের বিরুদ্ধে সিরিজ হওয়ার ব্যাপারে আশার আলো দেখতে পান, তখনই ‘‌কিছু একটা ঘটে’‌। পাশাপাশি তিনি এটাও স্বীকার করে নিয়েছেন, দুই দেশের সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছে, যে এখনই দ্বিপক্ষীয় সিরিজ সম্ভব নয়।

শেঠির বক্তব্য, ‘‌আমরা আশাবাদী যখন পরিস্থিতির উন্নতি হবে, তখন ক্রিকেট হবে। কিন্তু দুঃখটা হল, যখনই সম্পর্কের উন্নতি হয়, এবং খেলার ব্যাপারে আশাবাদী হই, তখনই কিছু না কিছু একটা ঘটে।’‌ আই সি সি ঋণ দেয়ার প্রস্তাবও দিয়েছিল পিসিবি‌কে।

কিন্তু তারা তা ফিরিয়ে দিয়েছেন জানিয়ে শেঠি বলেন, ‘আমরা আইসিসি–কে বলে দিয়েছি, ধার চাই না। বরং যতদিন না ভারতীয় বোর্ড আমাদের সঙ্গে খেলতে চাইছে, ততদিন আমাদের জন্য বিশেষ খাতে টাকা দেয়া হোক।

তিনি বলেন, ২০০৭ সাল থেকে আমাদের এই সিরিজ করতে দেয়া হচ্ছে না। আমাদের আর্থিক সঙ্কটের কারণ এটাই। ভারত আমাদের সঙ্গে খেলা শুরু করলেই আমরা সেই টাকা ফিরিয়ে দিতে পারব।
২৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে