আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টায় ভূ-কম্পন অনুভূত হয়। এতে এখন পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো মেক্সিকোর ছোয়াটলান থেকে ৯ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠের ৪৫.২ কিলোমিটার গভীরে।
২৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম