সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ১০:৫৫:১০

১৮টি দেশের সম্মেলনে ভারতকে পাক সেনা প্রধানের কড়া হুঁশিয়ারি

১৮টি দেশের সম্মেলনে ভারতকে পাক সেনা প্রধানের কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদীদে মদদ দেয়ার অভিযোগ তুলে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বস্তরে একঘরে করার উদ্যোগ নিয়েছে ভারত। এরইমধ্যে পাক সেনা প্রধান জেনারেল রাহিল শরিফ ভারতকে হুঁশিয়ার করে বলেছেন, বিশ্বের বাকি অংশরে সঙ্গে পাকিস্তানের যোগসূত্র আগের থেকেও অনেক জোরাল। একইসঙ্গে তাঁর দাবি, পাকিস্তান এখন অনেক বেশি শক্তিশালী।

লাহোরে ছয়দিনের প্রথম বিশ্ব ফিজিক্যাল এবিটিলি অ্যান্ড কমব্যাট এফিসিয়েন্সি সিস্টেম (পিএসিইএস)-র সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে  রাহিল শরিফ এ কথা বলেছেন। সৌদি আরব, জর্ডন, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, রাশিয়া, তুরস্ক ও ইংল্যান্ড সহ বিশ্বের ১৮টি দেশ পিএসিইএস-এ যোগ দিয়েছিল।

কাশ্মীরের উরিতে সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর পাকিস্তানকে একঘরে করার উদ্যোগ নেয় ভারত। ভারত বারেবারেই বলেছে, জঙ্গিদের মদত দিচ্ছে পাকিস্তান।

পাক সেনা প্রধান অবশ্য দাবি করেছেন, ‘জঙ্গিদের বিরুদ্ধে জার্ব-ই-আরব অভিযান পাকিস্তানে স্থিতিশীলতা ও সম্বৃদ্ধি এনেছে। তিনি বলেছেন, জার্ব-ই-আরব অভিযান শান্তির লক্ষ্যে যুদ্ধের একটা উদাহরণ। পাক-আফগান সীমান্তে জঙ্গি নেটওয়ার্ক ধ্বংসের ক্ষেত্রে দারুন সাফল্য পাওয়া গিয়েছে। ওইসব অঞ্চলে শান্তি ও সম্বৃদ্ধির পরিবেশ তৈরি হয়েছে। নৃশংস শত্রুদের বিরুদ্ধে জয়ী হয়ে পাকিস্তান অগ্রগতির পথে চলছে’।

রাহিল শরিফ আরও দাবি করেছেন, পাক সেনাবাহিনীর শারীকির ক্ষিপ্রতা এবং শত্রু মোকাবিলার দক্ষতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাম্প্রতিক লড়াইয়ে প্রমাণিত হয়েছে।

প্রথম বিশ্ব পিএসিইএস প্রতিযোগিতাকে সম্পূর্ণ সফল বলেও মন্তব্য করেছেন পাক সেনা প্রধান। -এবিপি আনন্দ।
২৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে