আন্তর্জাতিক ডেস্ক : এখন একজন মন্ত্রিপরিষদ সচিবও ভারতের রাষ্ট্রপতির থেকে বেশি বেতন পান। বাস্তবতার সেই আর্থিক অঙ্ক মাথায় রেখে এবার রাষ্ট্রপতির বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারত। রাষ্ট্রপতি ছাড়াও উপরাষ্ট্রপতি ও রাজ্যপালদের বেতন বাড়ছে বলে জানা গিয়েছে।
দিল্লী সূত্রে খবর, বেতন ২০০ শতাংশের উপর বাড়ছে। যার ফলে, রাষ্ট্রপতির বর্তমান বেতন দেড় লক্ষ থেকে বেড়ে হবে ৫ লক্ষ। উপরাষ্ট্রপতির মাসিক বেতন বেড়ে হচ্ছে সাড়ে ৩ লক্ষ। এখন তাঁরা পান ১.১০ লক্ষ। অবসর নেওয়ার পর সাবেক রাষ্ট্রপতির পেনশন হবে মাসিক দেড় লক্ষ টাকা।
ভারতের সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন কাঠামোয় দেখা যায়, একজন মন্ত্রিপরিষদ সচিবের বেতনও রাষ্ট্রপতির থেকে বেশি। যার দরুন অস্বস্তিকর অবস্থায় পড়ে কেন্দ্র। এরপরই রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়।
রাষ্ট্রপতির নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হবে সংসদে। জানা গিয়েছে, আগামী শীতকালীন অধিবেশনেই প্রস্তাবটি অনুমোদনের জন্য পেশ করা হবে। সংসদে তা ছাড়পত্র পেলে ২০১৬-র জানুয়ারি থেকেই নতুন ক্রম অনুযায়ী বেতন বাড়বে।
২০০৮ সালে শেষবার বেতন বেড়েছিল রাষ্ট্রপতির। ৫০ হাজার থেকে বেড়ে তখন হয় দেড় লক্ষ টাকা। ইন্ডিয়া টাইমস
২৬ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি