আন্তর্জাতিক ডেস্ক: মায়ের সঙ্গে সাঁতার শিখতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল জাতীয় স্তরের সাঁতারু সার্থক মিত্রের। দুর্ঘটনায় মারা গিয়েছেন সার্থকের মা তুলিকা মিত্রও।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে বিটি রোড ধরে সোদপুর থেকে কোন্নগর যাওয়ার সময় মোংলাহাটের কাছে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা মারে। দু'জনকে গুরুতর অবস্থায় সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই মা-ছেলের মৃত্যু হয়।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়। এলাকার বাসিন্দারা বিটি রোড অবরোধ করে রাখেন। ফলে যানজটও তৈরি হয়। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিলে, যান চলাচল স্বাভাবিক হয়। জানা গিয়েছে, সার্থক মিত্র সাব জুনিয়রে জাতীয় স্তরের সাঁতারু।-এই সময়
২৬ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/ফিরোজ/এফএ