আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েকদিন ধরে লাগাতার ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে পাকিস্তানি সেনা। পাকিস্তান ফোর্স সেনা ছাউনি লক্ষ্য করে মর্টার ছুঁড়লেও তা সীমান্তবর্তী গ্রামে গিয়ে আছড়ে পড়ছে। সেই আঘাতে ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন। এমনকি, পাকিস্তান সেনা ছোঁড়া গুলির আঘাতে একজন শিশুও মারা গিয়েছে। ইতিমধ্যে একটানা পাকিস্তানের গোলাগুলির জেরে সীমান্ত এলাকা থেকে সাধারণ মানুষকে সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। রাজৌরি সীমান্তের সমস্ত স্কুল ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার স্কুল চলাকালীন আচমকাই, পাক সেনার ছোঁড়া গুলি ছুটে আসতে শুরু করে স্কুলের দিকে। আর এরপরই পড়ুয়াদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায় সেনাবাহিনী। স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া হয় আতঙ্কের জেরে।
এদিকে, ভারত-পাক সীমান্ত সীমান্তবর্তী বাড়ি থেকেও সরানো হচ্ছে স্থানীয়দের। ক্রমাগত, গুলি চালানো এবং মর্টার হামলার জেরে উপত্যকার বিভিন্ন অংশে আতঙ্ক ছড়িয়েছে। আর এস পুরা, পুলওয়ামা সহ বিভিন্ন এলাকা থেকেই স্থানীয়দের সরানোর কাজ শুরু করেছে সেনা বাহিনী।-কলকাতা২৪
২৬ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস