বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬, ০৬:৫১:২৫

বাংলাদেশের হিন্দুরা ভাল আছে : বিজেপি সাংসদ রুপা

বাংলাদেশের হিন্দুরা ভাল আছে : বিজেপি সাংসদ রুপা

আন্তর্জাতিক ডেস্ক : বিজেপি’র পশ্চিমবঙ্গ রাজ্য দফতরে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা বলেন, ‘বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুরা ভাল আছেন। খুশিতে আছেন।’ রূপা যখন এই কথা বলছেন, তখন তার পাশে বসেছিলেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাংলাদেশের সংখ্যালঘুদের সম্পর্কে রূপার মন্তব্যে দৃশ্যতই ‘অস্বস্তি’তে পড়েন তিনি।

বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) বরাবর অভিযোগ করে আসছে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে। সে দেশের সরকারের উপর চাপ তৈরির জন্য বহুবার কেন্দ্রের কাছে দাবিও জানিয়েছে বিজেপি তথা সংঘ পরিবার। এমনকী, বিজেপি দাবি করে, ওপার বাংলা থেকে আসা হিন্দু-সহ সংখ্যালঘুরা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। ফলে রূপার ওই মন্তব্যে বিড়ম্বনায় পড়েছে বিজেপি। দলের এক নেতার কথায়, ‘দল যে বিষয় নিয়ে আন্দোলন করছে, তার উল্টো মন্তব্য করলে তো বিড়ম্বনা বাড়বেই!’

বাংলাদেশের শাসকদল আওয়ামী লিগের জাতীয় সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ গিয়েছিলেন রূপা গাঙ্গুলী। সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদা করে কথা বলেন। রূপার সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নেতা বিনয় সহস্রবুদ্ধে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার বিষয়বস্তু জানাতেই এদিন রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল।

সেখানেই রূপা দাবি করেন, সংখ্যালঘুদের উপর আক্রমণ হলেই শেখ হাসিনা সরকার ব্যবস্থা নিচ্ছে। তার কথায়, ‘এটা তো তালা-চাবি নয়। যে সঙ্গে সঙ্গে তালা লাগিয়ে দেওয়া যাবে এবং হিন্দুদের উপর আক্রমণ বন্ধ হয়ে যাবে। প্রতিটি ঘটনার ক্ষেত্রে তিনি (হাসিনা) একটা একটা করে শাস্তির ব্যবস্থা করছেন।’ রূপা জানিয়েছেন, বাংলাদেশের হিন্দু সংগঠনগুলির সঙ্গে পৃথকভাবে তিনি কথা বলেছেন।

রূপার বক্তব্যের যথার্থতা ব্যাখ্যা করতে গিয়ে দিলীপ এদিন বলেন, ‘এখন তো বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের খবর তেমনভাবে সংবাদমাধ্যমে দেখা যাচ্ছে না। আমরা প্রতিবাদ করেছিলাম বলেই হয়তো ওখানে হিন্দুদের অবস্থা ভাল হয়েছে।’ দিলীপ ঘনিষ্ঠদের বক্তব্য, রূপার কথাকে ‘হাতিয়ার’ করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছেন তিনি।

তবে বিজেপি সূত্রের খবর, দলীয় লাইনের বাইরে গিয়ে রূপার মন্তব্যের প্রেক্ষিতে ঘনিষ্ঠ মহলে অবশ্য ‘বিস্ময়’ প্রকাশ করেছেন দলের রাজ্য সভাপতি। দিলীপের এক ঘনিষ্ঠের কথায়, ‘সাংসদ কীসের ভিত্তিতে বললেন, তা বোঝা যাচ্ছে না! আগবাড়িয়ে এসব বলার দরকার কী!’ সূত্র : এবেলা

২৬ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে