বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬, ০৯:১৯:৪০

আফগানিস্তানে নৃশংস হত্যালীলা চালালো জঙ্গিরা

আফগানিস্তানে নৃশংস হত্যালীলা চালালো জঙ্গিরা

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার আফগানিস্তানে প্রাদেশিক রাজধানী ফেরোজখো থেকে ৩৩ জনকে অপহরণ করা হয়। বুধবার তাদের মধ্যে ৩০ জন নিরীহ আফগান নাগরিককে হত্যা করেছে জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে মধ্য আফগানিস্তানের ঘোর প্রদেশে। মৃতদের বেশিরভাগ গরীব চাষী কিংবা মেষপালক। এছাড়া রয়েছে বেশ কয়েকটি শিশুও। এদিন সকালে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

আফগান নিরাপত্তারক্ষীদের হাতে আইএসের অন্যতম দুই নেতার মৃত্যুর বদলা নিতেই এই হত্যালীলা চালিয়েছে জঙ্গিরা। দাবি, ঘোরের সহকারী পুলিস প্রধান জিয়াউদ্দিন সাকিবের। তবে এখনও ঘটনার দায় স্বীকার করেনি আইএস। এদিকে ঘোরের গর্ভণরের মুখপাত্র আবদুল হাই খাতেবির অনুমান, নৃশংস হামলার পিছনে রয়েছে তালিবান জঙ্গিরা। যারা এক বছর আগে আইএসের প্রতি নিজেদের সমর্থনের কথা জানিয়েছিল। এমনকী পাল্টে ফেলে নিজেদের পতাকার রঙও।

এদিন ঘোরের রাজধানী ফেরোজখোত-‌এ গভর্নরের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন মৃতদের পরিজনেরা। নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ আফগান সরকার, এই অভিযোগে গভর্নরের বাড়ির উদ্দেশে ইট ছোড়ে উত্তেজিত জনতা। যদিও এই ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন খাতেবি।

এছাড়া বুধবার পাকতিকা প্রদেশের রাজধানী শারানের একটি বাজারেও বিস্ফোরণ ঘটে। দুই শিশু সহ আহত হয় ১৭ জন। একটি দোকানের মধ্যে রাখা ছিল বোমাটি। সাধারণ মানুষের ক্ষতি করার উদ্দেশেই বিস্ফোরকটি ওই স্থানে রাখা হয়েছিল বলে জানিয়েছেন পাকতিকার সহকারী পুলিস প্রধান আবদুল রউফ মাসুদ। এই ঘটনাটির দায়ও কেউ স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকতে বলেছে আফগান সরকার। ‌‌‌ আজকাল
২৬ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে