আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা তাঁকে প্রেসিডেন্ট হিসাবে বেছে নিলে, দেশে কাজের সুযোগ ফেরাতে চীনের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন, এমন সতর্কবার্তা বিভিন্ন সময়ে বলে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট পদে মনোনীত রিপাবলিকান নেতা ডোনাল্ড জন ট্রাম্প । তিনি প্রত্যক্ষ অভিযোগ করেছেন, আমেরিকার কাজ চুরি করছে চীন। এমনকী তাঁর আরও অভিযোগ, গ্লোবাল ওয়ার্মিংয়ের পেছনে চীনের ‘অবদান’ সবচেয়ে বেশি।
চীনের বিরুদ্ধে আমেরিকা থেকে ‘কাজ চুরি’ করে নেয়ারও অভিযোগ করেছেন তিনি। তাই ডোনাল্ড ট্রাম্প নামটাই এখন ‘বিভীষিকা’ চীনের কাছে। ট্রাম্প ক্ষমতায় এলে লাখ লাখ চীনা কর্মহীন হয়ে পড়বে, এটাই এখন তাঁদের কাছে প্রধান আশঙ্কার কারণ।
ট্রাম্পকে পাল্টা দিতে এ বারে হ্যালোউইন উত্সবে ট্রাম্পের ‘ভয়ঙ্কর’ দিকটা দেখাতে চাইছে চিন। তাই চীনের অলিগলিতে তৈরি হচ্ছে ‘দ্য ট্রাম্প’ মুখোশ। এই মুখোশের চাহিদা এখন বিশ্বজোড়া। এক নজরে দেখে নেয়া যাক কী ভাবে চীনের অলিগলিতে তৈরি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
* দক্ষিণ চীনের শেনঝেনের একটি ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুখোশ।
* শেনঝেনের ল্যানবিংসাই ল্যাটেক্স ক্রাফ্টস ফ্যাক্টরি ট্রাম্পের এই মুখোশ তৈরি করে বিভিন্ন দেশে রফতানি করছে।
* চীনে এবারে হ্যালোউইনের জন্য মাত্র ৩০ উয়ান মানে ভারতীয় মুদ্রায় ৩০০ টাকা খরচ করলে আপনিও ‘ডোনাল্ড ট্রাম্প’ হয়ে যেতে পারেন।
* এই ফ্যাক্টরির ২০-৩০ জন শ্রমিক মিলে তৈরি করে এই মুখোশ।
* এর আগেও চীনে দেখা গিয়েছে ট্রাম্পের মুখোশ তৈরি করতে। তবে হ্যালোউইনের প্রতীকী হিসাবে এর ব্যবহার প্রথম।
* এর আগে যেখানে ট্রাম্পের দক্ষিণ চীনের ঝেঝিয়াং প্রদেশের জিনহুয়াতেও তৈরি হচ্ছে ট্রাম্পের মুখোশ। শুধু ট্রাম্প নয় এখানে হিলারি ক্লিনটনসহ নানা রাজনৈতিক নেতার মুখোশ তৈরি হচ্ছে। তবে এগুলো আমেরিকার নির্বাচনের জন্য তৈরি হচ্ছে বলে খবরে প্রকাশ।
* ২০০০ সালের পর বিভিন্ন ক্ষেত্রে ৫০ লক্ষ মার্কিন কর্মহীন হয়ে পড়েছে, দাবি ডোনাল্ড ট্রাম্পের।
* ক্ষুদ্র শিল্পে চীনের একাধিক আধিপত্যে মার্কিন ব্যবসায়ীরে এঁটে উঠতে পারছে না।-আনন্দবাজার
২৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ