শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৪৬:৩১

অভিবাসীরা ‘মহাপাপী’!

অভিবাসীরা ‘মহাপাপী’!

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া ও লিবিয়া ছেড়ে যেসকল নাগরিক ইউরোপে আশ্রয় নিতে চাইছে তাদের ‘মহাপাপী’ বলেছে আইএস।নিজেদের ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে তারা এই ঘোষণা দেয়।

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদপত্র গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পত্রিকাটি জানায়, ঐ নিবন্ধে আইএস দাবি করেছে, ‘দেশ ছাড়া এসব নাগরিক তাদের সন্তানদের নাস্তিকতা, মাদকাসক্তির দিকে ঠেলে দিচ্ছে।’

ম্যাগাজিনে বলা হয়, ‘এটা জেনে রাখা উচিত যে ইচ্ছেকৃতভাবে দেশত্যাগ করা মহাপাপ। কারণ এটি কাফেরদের পথ দিয়ে যেতে হয় এবং এতে করে তাদের সন্তান কিংবা তাদের নাতি-নাতনীরাও ইসলাম থেকে বিচ্যুত হতে পারে।’

তারা আরো জানায়, ইউরোপে পালিয়ে যাওয়া এই নাগরিকরা দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ নিয়ন্ত্রিত কুর্দি এলাকা দিয়ে পালাচ্ছে।

আর এই নাগরিকরা অনেক বড় পাপ করছে বলে দাবি করেছে আইএস।

আইএস বলছে, তারা কোরআনের ভাষা ভুলে যেতে পারে। সিরিয়া, ইরাক ও লিবিয়ায় থাকলে এই সম্ভাবনা থাকতো না বলেও জানায় আইএস।
১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে