আন্তর্জাতিক ডেস্ক : আফগান বিমান হানায় মৃত্যু হল কমপক্ষে ১৯ জন লস্কর-ই-তৈবা অস্ত্রধারীর। গুরুতর আহত হয়েছে আরও ৬ জন। সন্ত্রাস মোকাবিলায় প্রতিবেশী দেশকে জোরালো ধাক্কা দিয়ে এই অভিযান চালিয়েছে বলে জানাল আফগানিস্তান সরকার।
পাক সীমান্তবর্তী পূর্ব কুনার প্রদেশের ডানগাম জেলায় শনিবার রাতে বিমান হানা চালায় আফগান বিমানসেনা। এই অভিযানে এয়ারোগোই গ্রামে একটি BM-1 রকেট লঞ্চার ও একটি মেশিনগানও ধ্বংস হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রনালয়।
তবে, এই বিমান হানার বিস্তারিত তথ্য বা এই অভিযানে অন্য কোনও আন্তর্জাতিক শক্তিও জড়িয়ে রয়েছে কি না, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। বিবৃতিতে দাবি করা হয়েছে, কামডিশ সেক্টরে প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে বর্তমানে নুরিস্তান প্রদেশে রয়েছে শতাধিক লস্কর জঙ্গি। ইন্ডিয়া টাইমস
৩০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি