সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ০১:২২:১৮

মোদির স্বার্থে কাজ করছেন নওয়াজ:‌ ইমরান খান

মোদির স্বার্থে কাজ করছেন নওয়াজ:‌ ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে মোদির নীতি প্রয়োগ করছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। নতুন অভিযোগ তেহরিক ই ইনসাফ প্রধান প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের। নওয়াজ শরিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁর পদত্যাগ চেয়েছেন ইমরান। ইসলামাবাদ অবরোধের ডাক দিয়েছে তেহরিক ই ইনসাফ (‌পিটিআই)‌। এই অবস্থায় নতুন অভিযোগ আনলেন ইরমান।

গতকাল রবিবার ১০০ জন ‌পি টি আই কর্মীকে আটক করার পরই তেরেফুঁড়ে নামেন ইমরান। তিনি বলেন, ‘‌চিকিৎসার সময় নওয়াজ শরিফ কোনো কারণে হাসপাতালে শুয়ে শুয়ে মা বা তাঁর সন্তানদের ফোন করেন না। কেবল মোদিকে ফোন করেন।’‌ ইমরানের কথায় পরিষ্কার সীমান্তে গোলাগুলি লোক দেখানো ছাড়া কিছু নয়।

তিনি আরও বলেন, পাকিস্তানে মোদির স্বার্থ পূরণ করছেন নওয়াজ শরিফ। নিরাপত্তা সংক্রান্ত গোপন নথি ফাঁস করে সেনাবাহিনীর সম্মানহানি করেছেন নওয়াজ। পাকিস্তানের পুরো প্রশাসন নওয়াজকে বাঁচাতে ব্যস্ত।-‌আজকাল

৩১ অক্টোবর, ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে