সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ১২:১৩:১৮

ফের জঙ্গি হামলা পাকিস্তানের স্কুলে

ফের জঙ্গি হামলা পাকিস্তানের স্কুলে

আন্তর্জাতিক ডেস্ক: কোয়েট্টায় পুলিশ ট্রেনিং সেন্টারে ভয়াবহ হামলার পর ফের জঙ্গি হানার শিকার পাকিস্তান। এবার সে দেশের পাঞ্জাব প্রদেশে এক স্কুলে ঢুকে গুলি চালাল জঙ্গিরা।

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হারুণাবাদ অঞ্চলের বহালনগরের এক স্কুলে ঢুকে পড়ে দুই সশস্ত্র জঙ্গি। ঢোকা মাত্র এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি৷ জঙ্গি হানার খবর পাওয়া মাত্র বিশাল পুলিশবাহিনী ঘিরে ফেলেছে স্কুলটিকে। স্কুলটিকে জঙ্গি মুক্ত করতে চেষ্টা চালানো হচ্ছে। শিক্ষাথীদের স্কুল থেকে বের করে আনা সম্ভব হয়েছে বলেও জানা যাচ্ছে৷ তবে জঙ্গিরা কোনও শিক্ষাথীকে আটক করে রেখেছে কি না, তা নিয়ে খানিকটা ধন্দে পাক পুলিশ।

কিছুদিন আগেই কোয়েট্টায় পুলিশ ট্রেনিং সেন্টারে একই কায়দায় হামলা চালিয়েছিল জঙ্গিরা। ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় ৬১ জনের৷ এদিনের জঙ্গি হামলাতেও সেই আতঙ্ক ফিরে এসেছে। -সংবাদ প্রতিদিন।
৩১ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে