আন্তর্জাতিক ডেস্ক : গ্রেফতারের ভয়ে শেষ পর্যন্ত বাবার জানাজায়ও আসলেন না 'ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন' এর প্রধান জাকির নায়েক। বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন ভারতের 'বিতর্কিত' এই ইসলামি বক্তা। কিন্তু পুলিশের হাতে গ্রেফতার হওয়ার ভয়ে শেষবারের মতো বাবাকে দেখতেও ভারতে ফেরেননি তিনি।
রোববার সকালে ভারতের মুম্বাইয়ের এক হাসপাতালে ৮৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন জাকির নায়েকের বাবা করিম নায়েকের। কিন্তু, বাবার মৃত্যুর খবর পেয়েও ভারতে ফেরেননি জাকির নায়েক।
জাকির নায়েকের এনজিও 'ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন' বা আইআরএফ-কে ‘নিষিদ্ধ’ ঘোষণা করতে যাচ্ছে ভারত সরকার।
সম্প্রতি এ নিয়ে একটি খসড়া নোট তৈরি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে জাকির নায়েকের বক্তৃতাকে আপত্তিকর বলা হয়েছে। শুধু তাই নয়, ওই খসড়ায় পিস টিভিতে প্রচারিত বিষয়বস্তু সাম্প্রদায়িক উত্তেজনাপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জাকির নায়েকের বিরুদ্ধে বিভিন্ন তদন্ত সংস্থা ও মহারাষ্ট্র সরকার যে তথ্য পাঠিয়েছে, তার ওপর ভিত্তি করেই ওই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
ভারতের গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সংস্থার জন্য বেআইনিভাবে টাকা সংগ্রহ করেছেন জাকির। সেই টাকাতেই বিভিন্ন সন্ত্রাসী কাজকর্মে মদত জুগিয়েছেন। তার সাবেক দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে ভারতের মহারাষ্ট্র পুলিশ। জাকিরের সংস্থায় কাজ করার সময় কেরালা থেকে বেশ কিছু মানুষকে সিরিয়ায় আই এসে যোগ দিতে পাঠিয়েছিল তারা। তদন্ত শুরুর আগেই ভারত ছেড়েছিলেন জাকির নায়েক। তবে এখনও নিজেকে নির্দোষ বলেই দাবি করে আসছেন জাকির নায়েক।
৩১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি