আন্তর্জাতিক ডেস্ক : ২ নভেম্বর ইসলামাবাদ অচলের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা বর্তমানে তেহরিক-ই-ইনসাফের শীর্ষনেতা ইমরান খান। উদ্দেশ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুর্নীতির প্রতিবাদ। তার আগে পাকিস্তানের এই বিরোধী নেতার বিরুদ্ধেই সুর চড়ালেন তার সাবেক দ্বিতীয় স্ত্রী রেহাম।
রেহামের খোঁচা, ‘প্রার্থনা করব, আমার সঙ্গে যা করেছে, পাকিস্তানের সঙ্গে তা যেন না করে।’ একটি সাক্ষাৎকারে জানালেন, গত বছর ৩১ অক্টোবর ইমরানের কাছে বিয়ের প্রথম বর্ষপূর্তির উপহার চেয়েছিলেন। বদলে বিয়ে ভাঙার সিদ্ধান্ত জানিয়েছিলেন ইমরান। বিয়ের ১০ মাসের মাথায় নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়। ব্রিটিশ টি ভি চ্যানেলের সঞ্চালক রেহামের অভিযোগ, দুজনের কোনও মিলই ছিল না। তাছাড়া ইমরানের কাছে বরাবর তার রাজনৈতিক কেরিয়ারই বেশি গুরুত্বপূর্ণ ছিল। রাজনীতি ছাড়া কোনও বিষয়েই কথা বলতেন না। আজকাল
৩১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি