সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ১১:৩২:৪৩

আমরা ঐক্যবদ্ধ থাকলে ভারত ক্ষমতাশালী ও শক্তিশালী হবে : মোদি

আমরা ঐক্যবদ্ধ থাকলে ভারত ক্ষমতাশালী ও শক্তিশালী হবে : মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে ক্ষমতাধর ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পটেলের জন্মদিবসে এই বার্তাই দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ফের তিনি বিভেদকামী শক্তির বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক করে দিয়েছেন। খবর এবিপি’র।

ভারতে আজ ছিল বল্লভভাইয় প্যাটেলের ১৪১তম জন্মদিবস। ভারত সরকার এই দিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করে। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মোদি বলেন, ‘ট্রেনে চড়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী যেতে আমাদের ভিসা বা পারমিট লাগে না। এই দূরত্ব অতিক্রম করার সময় যতগুলি রাজ্য দিয়ে যেতে হয় তার কোনওটিতেই যাত্রাকর দিতে হয় না। এটা একমাত্র সর্দার পটেলের জন্যই সম্ভব হয়েছে। তিনি সব রাজ্যকে ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি রাজনৈতিক সঙ্কল্পের মাধ্যমে দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন।’

এদিন ‘ঐক্যের জন্য দৌড়’-এর সূচনা করেন ভারতের প্রধানমন্ত্রী। এরপর তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আপনাদের কি মনে হয় না ভারতের আরও ক্ষমতাশালী ও শক্তিশালী হওয়া উচিত? তার জন্য প্রথম শর্তই হল ঐক্য। জাত-পাত, শহর-গ্রামের ভিত্তিতে বৈষম্য চলবে না। সমাজকে বিভক্ত করার চেষ্টা রোখার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

ভারতীয় রাজনীতিতে ‘লৌহপুরুষ’ নামে পরিচিত বল্লভভাইয়ের নামে নয়াদিল্লিতে একটি ডিজিট্যাল মিউজিয়াম দেশবাসীকে উৎসর্গ করার কথা ঘোষণা করেন মোদি। তিনি বলেন, ৪০-৫০ বছর আগেই এই সংগ্রহশালা তৈরি করা উচিত ছিল। ঐতিহাসিকরা প্রশ্ন করবেন, কেন আগে এটা করা হয়নি। শিশুদের ঐক্যের শপথবাক্যও পাঠ করান মোদি।

৩১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌ ‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে