আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউজে যাওয়ার দৌড়ে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য মার্কিন নির্বাচনে হিলারি কিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পার্থক্য গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মুসলিম ভোটাররা।
চলতি সপ্তাহ পর্যন্ত এই প্রতিযোগিতায় সুস্পষ্টভাবে এগিয়ে ছিলেন হিলারি কিনটন। কিন্তু তার ইমেল বিষয়ে নতুন করে তদন্ত করার ঘোষণা এবং আগে জানা যায়নি এমন হাজারখানেক নতুন ইমেলের সন্ধান পাওয়ার রিপোর্ট প্রকাশ হওয়ার পর প্রতিযোগিতা বেশ টানটান হয়ে উঠেছে।
রোববার প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, ইমেল কেলেঙ্কারির খবর প্রকাশ হওয়ার পর হিলারির জনপ্রিয়তার ব্যবধান দুই সংখ্যা থেকে এক সংখ্যায় নেমে এসেছে। দ্য আরসিপি নির্বাচনী জরিপের গড় হিসাবে দেখা গেছে নির্বাচনে হিলারির সমর্থন ৪৭.৬ শতাংশ আর ট্রাম্পের সমর্থন ৪৩.৩ শতাংশ।
এই হিসাবে হিলারি আর ট্রাম্পের মধ্যে ব্যবধান ৪.৩ শতাংশ, অথচ গত সপ্তাহ পর্যন্ত হিলারি জরিপে এগিয়ে ছিলেন ১০ পয়েন্টে। তবে উভয় প্রার্থীরই নেতিবাচক রেটিংও রয়েছে, হিলারির নেতিবাচক পয়েন্ট ৭.৪ আর ট্রাম্পের ২১.২ পয়েন্ট।
তবে ভোট গণনার হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে মুসলিমসহ বিভিন্ন জাতিও বর্ণের ভোট।
ওয়াশিংটন ভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে মুসলমানের সংখ্যা ছিল ৩৩ লাখ যা দেশটির মোট জনসংখ্যার ১ শতাংশ। ল্যাটিন ১৭ শতাংশ আর কালোদের ১৩ শতাংশ ভোটের তুলনায় পূর্ববর্তী নির্বাচনগুলোতে মুসলিমদের এই ভোট নিয়ে জয়ের ব্যাপারে কেউ কোনো কথা বলেনি।
তবে এবারের নির্বাচনে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় প্রার্থীই মুসলিমদের ভোট প্রত্যাশা করছে। বিভিন্ন রাজ্যের শহরগুলোতে যেখানে মুসলমানের প্রাধান্য রয়েছে সেখানেই ছুটে গেছেন প্রার্থীরা। মুসলিমরা ট্রাম্পকে পুরোপুরি প্রত্যাখ্যান করায় রিপাবলিকানরা তাদের কাছে যেতে নিরুৎসাহিত হয়েছিলেন। তবে এখন প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি হবে বলে আভাস পাওয়ার পর তারা মুসলিম গণমাধ্যমগুলোর সাথে যোগযোগ বৃদ্ধি করে বলেছেন, ট্রাম্প মুসলিম বিশ্বের সাথে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি করতে চান। -ডন।
০১ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম