মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ০১:৪৬:৪৮

কাশ্মীর সীমান্তে পাক সেনাদের গুলিতে ভারতে তরুণী নিহত, জখম ৩

কাশ্মীর সীমান্তে পাক সেনাদের গুলিতে ভারতে তরুণী নিহত, জখম ৩

আন্তর্জািতক ডেস্ক: জম্মু-কাশ্মীর সীমান্ত এলাকায় পাক সেনার যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত৷ এবারে পাক সেনার গুলির শিকার সাধারণ বাসিন্দারা। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় পাক রেঞ্জার্সের মর্টার শেল বর্ষণে মৃত্যু হয়েছে রবীন্দর কউর (১৯) নামে এক তরুণীর। জখম হয়েছেন আরও তিনজন।

শুধু সাম্বা জেলাই নয়, মঙ্গলবার সকাল থেকেই গোলাগুলির লড়াই চলছে রামগড়, আর্নিয়া, নৌশেরার সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে/ ২৯ সেপ্টেম্বর ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে অশান্ত জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকাগুলি।

সেনাবাহিনী সূত্রের খবর, এখনও পর্যন্ত ৬০ বারেরও বেশ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক সেনাবাহিনী৷ প্রত্যেকবারই যোগ্য প্রত্যুত্তর দিয়েছে ভারতীয় সেনা।

তবে এই হামলাগুলিতে অন্তত ১১ জন ভারতীয় প্রাণ হারিয়েছেন৷ যার মধ্যে ৮ জন নিরাপত্তা কর্মী এবং বাকি ৩ জন সাধারণ বাসিন্দা। আহত ৪০ জনেরও বেশি। সেনা সূত্রের খবর, সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। -সংবাদ প্রিতিদন।
০১ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে