মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ০৫:৫১:১১

কাছে গিয়ে বাঘের ছবি তুলছেন ফটোগ্রাফার মোদি!

কাছে গিয়ে বাঘের ছবি তুলছেন ফটোগ্রাফার মোদি!

আন্তর্জাতিক ডেস্ক : একনিষ্ঠ পার্টিকর্মী থেকে মুখ্যমন্ত্রী হয়ে তিনি এখন দেশের প্রধানমন্ত্রী। রাজনীতিতেই চলে গিয়েছে জীবনের বেশিরভাগ সময়। অন্যান্য শখের কথা তেমন করে প্রায় কেউ জানেনই না। যোগাসনের মঞ্চে অবশ্য তাকে দেখা গিয়েছে কয়েকবার।

তবে তার সঙ্গেও মিশে আছে দেশ ও রাজনীতির নানা যোগসূত্র। কিন্তু তারও যে এমন শখ আছে কী জানত! ভারতের ছত্তিশগডড়ের নয়া রায়পুরের নন্দন বন জঙ্গল সাফারিতে সে কথাই জানান দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেখা গেল, ফটোগ্রাফিতেও দিব্যি হাত পাকা মোদির।

ছত্তিশগড় সফরে গিয়ে মোদিকে দেখা গেল খোশমেজাজে। রাজনীতির ঘেরাটোপ থেকে বেরিয়ে একেবারে বন্যপ্রাণের প্রেমে পড়লেন তিনি। নন্দন বনে বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেল ভারতের প্রধানমন্ত্রীকে।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর ডাকেই এই সফরে গিয়েছিলেন মোদি। পর্যটনের ক্ষেত্রে নয়া রায়পুরকে তুলে ধরতেই ছিল তার এই উদ্যোগ। এরকম একটা দিন কাটিয়ে খুশি প্রধানমন্ত্রী নিজেও। ছত্তিশগড়ের পর্যটন সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেছেন টুইটারে। ছত্তিশগড়কে গড়ে তোলার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন অটলবিহারী বাজপেয়িকেও। তবে এ সব ছাপিয়ে নেটদুনিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে তার ওয়াইল্ডলাইউ ফটোগ্রাফিই। সংবাদ প্রতিদিন

০১ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে