মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ০৮:৫৬:৫৪

হারানো মোবাইল ফিরে পেতে ৪ বছরের শিশুকে বলি!‌

হারানো মোবাইল ফিরে পেতে ৪ বছরের শিশুকে বলি!‌

আন্তর্জাতিক ডেস্ক : এককথায় নারকীয়!‌ হারানো মোবাইল ফোন খুঁজে পেতে বলি দেওয়া হয়েছে ৪ বছরের এক শিশুকন্যাকে!‌ এমনটাই অভিযোগ ভারতের পূর্ব আসামের আদিবাসী অধ্যুষিত জেলা চড়াইদেও-‌এর রতনপুরের এক ওঝার বিরুদ্ধে। ২৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিল আদিবাসী শিশুটি।

একটি জঙ্গলের মধ্যে তার মুণ্ডহীন দেহ পাওয়া যায়। দেহ উদ্ধারের সময় সেটির হাত-‌পা ছিল দড়ি দিয়ে বাঁধা। তবে প্রাথমিকভাবে দেহে কোনও পাশবিক নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনায় জড়িত সন্দেহে হনুমানপ্রসাদ ভূমজি এবং আরিফুল আলি নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আবদুল জলিল নামে এক ওঝার খোঁজ চলছে। প্রাথমিক তদন্তের পরে জানা গেছে, কয়েকদিন আগেই স্থানীয় বাসিন্দা হনুমানপ্রসাদের একটি মোবাইল ফোন হারিয়ে যায়। সেটি ফিরে পেতে ওঝার সহকারী আরিফুলের দ্বারস্থ হয় হনুমানপ্রসাদ। মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে হনুমানের বাড়িতে যজ্ঞের আয়োজন করে আরিফুল ও জলিল।

পুলিশের ধারণা, সেই সময়েই শিশুটিকে বলি দেওয়া হয়। চড়াইদেও-‌র পুলিশ সুপারিনটেন্ডেন্ট বলেছেন, ‘‌জলিলকে আমরা খুব শিগগিরই গ্রেপ্তার করব।’‌ আপাতত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আজকাল

০১ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে