আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দিক থেকে উড়ে আসা মর্টারে ৮ ভারতীয়ের মৃত্যুর প্রতিবাদে বোমাবর্ষণ করে নিয়ন্ত্রণরেখার ওপারে পাকিস্তানি সেনার ১৪টি ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনা সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ইন্ডিয়া ডট কম।।
মঙ্গলবার জম্মুর আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্ররেখা বরাবর একাধিক সেক্টরে তুমুল গোলাবর্ষণ করে পাক সেনা। পাক মর্টারের আঘাতে মৃত্যু হয়েছে ৮ ভারতীয় নাগরিকের। এদের মধ্যে ২টি শিশু।
আহত ২২ জন। এর পরই রামগড় ও অর্নিয়া সেক্টরে পাকিস্তানকে জবাব দিতে শুরু করে ভারত। তাতে ১৪টি পাকিস্তানি সেনা ক্যাম্পের ওপর আঘাত করে ধ্বংস হয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ২ পাক সেনা।
উরি হামলার পর থেকেই নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে বার বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান বলে অভিযোগ ভারতের। জবাবে পাল্টা হামলাও চালাচ্ছে ভারত।
০১ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি