বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ০৪:৫১:০৯

এবার শুধুমাত্র ড্রোন দিয়েই পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে ভারত

এবার শুধুমাত্র ড্রোন দিয়েই পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইকে সাফল্য পাওয়ার পর এবার নতুন পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। এবার এমন কোনও অপারেশন চালালে সেখানে কোনও জওয়ানের মৃত্যুর সম্ভাবনা থাকবে না।

কারণ, এবার সেনাবাহিনীর ফ্লিটে যুক্ত হতে চলেছে কমব্যাট ড্রোন। যা অপারেশনে ঝুঁকি অনেক কমিয়ে দেবে। মিসাইল যুক্ত ওই ড্রোন তৈরি হচ্ছে ভারতের এক গোপন প্রজেক্টে, যার নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট চিতা’।

এই বিশেষ উদ্যোগের জন্য বাজেট বরাদ্দ প্রায় ১০,০০০ কোটি। ইজরায়েল এয়ারক্রাফট ইন্ডাস্ট্রির সঙ্গে হাত মিলিয়ে এই বিশেষ ড্রোন তৈরি করছে ভারত। বায়ুসেনার এক সূত্র জানিয়েছে, ভারতের ঘরে থাকা ‘হেরন’ ড্রোনকেই আপগ্রেড করা হবে। যাতে থাকবে নজরদারি চালানোর অত্যাধুনিক ব্যবস্থা। পাশাপাশি, এইসব ড্রোনে থাকবে মিসাইল, যা সীমান্ত পার করে জঙ্গিঘাঁটিগুলোকে চিহ্নিত করে আঘাত হানতে পারবে অনায়াসে।

এয়ারফোর্সের প্রাক্তন ভাইস চিফ এয়ার মার্শাল আরকে শর্মা বলেন, ড্রোন যখন বিভিন্ন জায়গায় নজরদারি চালাতে সক্ষম, তখন তার আঘাত করার ক্ষমতা থাকাও প্রয়োজন। এর জন্য অন্য এয়ারক্রাফট নিযুক্ত না করাই ভালো।

এর ফলে জঙ্গিঘাঁটি থাকার খবর পেলেই একেবারে নিঃশব্দে ৩০,০০০ ফুট উপর থেকে আঘাত করতে পারবে এইসব জঙ্গিঘাঁটিতে। এতে সাধারণ মানুষের কোনও ক্ষতি না করেই মিসাইল ফেলা সম্ভব হবে। এই ড্রোন ব্যবহার করলে, অনেক দূরে বসেই সেই ড্রোন কন্ট্রোল করতে পারবে সেনা অফিসাররা।-কলকাতা২৪

 ২ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে