আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাথে যুদ্ধাবস্থার মধ্যে অস্ত্রভাণ্ডার আরও সাজিয়ে তুলছে ভারত। এরই অংশ হিসেবে রাশিয়ার কাছ থেকে ৪৬৪ টি T-90 ব্যাটল ট্যাংক কিনতে চলেছে দেশটি।
মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের আওতায় ১৩,৪৪৮ কোটি টাকার চুক্তি হয়েছে ভারত ও রাশিয়ার। এইসব ট্যাংক পাক সীমান্তে মোতায়েন করা হবে।
এবার রাতে যুদ্ধ করার জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে এইসব ট্যাংক। T-90 ব্যাটল ট্যাংকের ১০টি নতুন রেজিমেন্ট তৈরি করা হচ্ছে।
জানা গেছে, এই ট্যাংকে থাকবে থার্মাল ইমেজিং-এর ব্যবস্থা, যাতে রাতের অন্ধকারে ওই ট্যাংক এগিয়ে যেতে পারে শত্রুপক্ষের ঘাঁটির দিকে। জম্মু থেকে গুজরাত পর্যন্ত সীমান্ত জুড়ে রাখা হবে এইসব ট্যাংক। রাশিয়াকে এই সংক্রান্ত প্রস্তাব দেওয়ার কথা নিশ্চিত করা হয়েছে আর্মি সূত্রে। ইতোমধ্যেই পাকিস্তান সীমান্তে রাজস্থান ও পঞ্জাবে ১৮ রেজিমেন্ট T-90 ট্যাংক মোতায়েন করেছে সেনা।
বর্তমানে ভারতীয় সেনার ৪০০০ ট্যাংক-যুক্ত ফ্লিট রয়েছে ভারতের। তবে এগুলির মিসাইল ফায়ারিং খারাপ হয়ে গিয়েছে দীর্ঘদিনের তাপের প্রভাবে। সম্প্রতি এক রিপোর্টে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এইসব বিষয়গুলো সমাধান করার চেষ্টা। পুরনো T-72 ও T-55 ট্যাংক সরিয়ে সেই জায়গায় আনা হচ্ছে T-90 ট্যাংক।
ভারতের কাছে ৮৫০টি T-90 ট্যাংক রয়েছে। ২০২০-র মধ্যে আরও ১৬৫৭টি T-90 ট্যাংক আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন-চার বছরের মধ্যে ওই ফ্লিট ডবল করে দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। এই ট্যাংকে এসি বসানোরও ব্যবস্থা করা হচ্ছে। -কলকাতা২৪।
০২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম