শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ০২:০৪:০৩

অবশেষে ‘দাদরি কাণ্ড’ নিয়ে মুখ খুললেন মোদি

অবশেষে ‘দাদরি কাণ্ড’ নিয়ে মুখ খুললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের দাদরিতে গরুর মাংস খাওয়ার গুজবে মুসলিম বৃদ্ধাকে পিটিয়ে হত্যা নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারের বিধানসভা নির্বাচনের প্রচারণায় গিয়ে বৃহস্পতিবার নওদায় একটি সভা থেকে মোদি বলেন ‘একে অপরের বিরুদ্ধে লড়াই করার বদলে হিন্দু-মুসলিম একযোগে দরিদ্রতার বিরুদ্ধে লড়াই করতে হবে’। আমাদেরই ঠিক করে নিতে হবে, কার বিরুদ্ধে লড়াই করব আমরা’।

গত ২৮ আগস্ট উত্তরপ্রদেশের দাদরিতে গরুর মাংস খাওয়ার গুজব ছড়িয়ে মহম্মদ আকলাখ (৫০) এর খুনের পর সেই ঘটনা নিয়ে এতদিন পর্যন্ত মোদির নীরবতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। এদিন মোদি বলেন, ‘আমি আগেও বলেছি, গণতন্ত্রে প্রত্যেকেরই বলার অধিকার আছে। কিন্তু হিন্দুদের ঠিক করতে যে তারা মুসলিমদের সঙ্গে যুদ্ধ করবেন না কি দরিদ্রতার সঙ্গে যুদ্ধ করবেন। অন্যদিকে মুসলিমদেরও ঠিক করতে হবে তারা হিন্দুদের সঙ্গে লড়াই করবেন না কি দরিদ্রতার বিরুদ্ধে লড়াই করবেন’। প্রধানমন্ত্রীর মতে একতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, ভাতৃত্ব এবং শান্তি বজায় রাখতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে’।

এদিন বিহারে চারটি সভার পর রাতের দিকে শেষ সভায় গরুর মাংস নিয়ে হত্যাকাণ্ডের বিষয়ে মুখ খোলেন মোদি। গত বুধবার ভারতের সম্প্রীতি বজায় রাখতে দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যে বার্তা দিয়েছিলেন সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন রাষ্ট্রপতির দেখানো পথেই আমাদের চলা উচিত।

৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে