আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল কখন জানা যাবে—তা নির্ভর করবে ভৌগোলিক অবস্থানের ওপর। যুক্তরাষ্ট্রের সময় ধরলে বুধবার ভোর ৫টার দিকেই পরিষ্কার হয়ে যাবে কে হবেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। তবে হাড্ডাহাডি লড়াই কিংবা কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে বিজয়ীর নাম জানার অপেক্ষা বেড়ে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে ভোট শুরু আর শেষ হওয়ার সময় এক নয়। কোথাও ১২ ঘণ্টা, কোথাও ১৪ ঘণ্টা, আবার কোথাও ১১ ঘণ্টা ভোটগ্রহণ চলবে।
যেসব অঙ্গরাজ্যে আগেভাগে ভোট শেষ হবে, তার মধ্যে ইন্ডিয়ানা ও কেনটাকি রয়েছে। দুই কেন্দ্রেই স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ভোট শেষ হবে। এ কারণে এ দুটি অঙ্গরাজ্যের ফল আগেই জানা যাবে। কিন্তু দুই জায়গাতে ডোনাল্ড ট্রাম্প জিতলে কোনো চমক সৃষ্টি হবে না। বরং ট্রাম্প হেরে গেলে হইচই পড়তে পারে। কারণ, এ দুটি অঙ্গরাজ্য রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত।
তবে ফ্লোরিডা, ওহাইও, নেভাডা ও জর্জিয়া খুবই গুরুত্বপূর্ণ। কে জিততে যাচ্ছেন—তা অনুমান করতে অনেকেই এসব অঙ্গরাজ্যে নজর রাখে। এসব অঙ্গরাজ্যে যে জিতবেন, প্রেসিডেন্ট হওয়ার পাল্লা তাঁর দিকে অনেকটাই ঝুঁকে থাকবে।
কোনো কোনো অঙ্গরাজ্যে ১৪ ঘণ্টাও ভোট হবে। যেমন লুইজিয়ানা ও মেইন—এ দুটি অঙ্গরাজ্যে ভোর ৬টা থেকে ভোট চলবে রাত ৮টা পর্যন্ত। সে ক্ষেত্রে ফল জানতে দেরি হবে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দুজনই জয়-পরাজয়ের খবর শুনবেন নিউ ইয়র্ক সিটিতে বসে। সব কিছু ঠিকঠাক থাকলে, স্থানীয় সময় বুধবার ভোর ৫টার মধ্যে সুসংবাদ বা দুঃসংবাদ তাঁদের কানে যাবে। তবে মানুষ কিংবা যন্ত্র কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করলে ফল ঘোষণার প্রহর পিছিয়ে যেতে পারে। বিলম্ব হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই হলে।
ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কারণে আরেকটি সংকটের আশঙ্কা করছে অনেকে। কয়েক দিন আগে এই বিলিয়নিয়ার ঘোষণা দিয়েছেন, নির্বাচনে হেরে গেলে তিনি ফলাফল প্রত্যাখ্যান করবেন। -ইনডিপেনডেন্ট।
০৮ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম