সোমবার, ১৯ মে, ২০২৫, ১২:২৮:০৫

পানি বন্ধের সাহস যেন কেউ না করে, এবার ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের

পানি বন্ধের সাহস যেন কেউ না করে, এবার ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পানি আটকানোর চেষ্টা করলে ভারতকে দীর্ঘমেয়াদে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আইএসপিআর প্রধান বলেন, ‘আমি আশা করি সেই সময়টা যাতে না আসে। তবে সত্যিই যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় বিশ্ব দেখবে এবং এর পরিণতি আমরা বছরের পর বছর ধরে লড়াই করব। কেউ যেন পাকিস্তানের পানি বন্ধ করার সাহস না করে।’

 ২৪ কোটিরও বেশি মানুষের পানি কোনোভাবেই বন্ধ করে রাখা যাবে না হুঁশিয়ারি দিয়ে আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তান সেনাবাহিনী একটি পেশাদার সশস্ত্র বাহিনী যারা তাদের প্রতিশ্রুতি মেনে চলে এবং রাজনৈতিক সরকারের নির্দেশাবলী এবং তাদের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে।

যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের অবস্থান প্রসঙ্গে আইএসপিআর প্রধান বলেন, পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধবিরতি মেনে চলবে এবং উভয় পক্ষের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে আস্থা তৈরির ব্যবস্থা নেয়া হয়েছে। যদিও তিনি যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
 
ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী আরটি আরবিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা উদ্ধত জাতি নই, আমরা একটি ‘সিরিয়াস’ জাতি। আমাদের প্রথম অগ্রাধিকার হলো শান্তি।’

তিনি আরও যোগ করেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ এবং বিচক্ষণ দেশ পাকিস্তানের জনগণের মনোভাব কী তা আরও ভালোভাবে বোঝে।’

 ভারতের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী কূটনীতিকদের ‘অসাধারণ কাজের’ প্রশংসা করেন। যারা আন্তর্জাতিক সম্প্রদায়কে অত্যন্ত প্রজ্ঞার সাথে এবং অসাধারণভাবে সম্পৃক্ত করেছেন।’
 
গত মাসে কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলার ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে বেশকিছু পদক্ষেপ নেয়। তার মধ্যে রয়েছে ১৯৬০ সালে হওয়া সিন্ধু পানিচুক্তি। পরে দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে ভারত পাকিস্তানে সামরিক পদক্ষেপ শুরু করে। এরপর পাকিস্তান পাল্টা অভিযান চালালে সামরিক সংঘর্ষে জড়ায়  দুই পারমাণবিক শক্তিধর ভারত-পাকিস্তান।

টানা চারদিনের সংঘাত শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ ১০ মে যুদ্ধবিরতিতে পৌঁছায়। সূত্র: জিও নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে